
fedora
Fedora operating system is an open-source operating system that is based on the Linux OS kernel architecture. A group of developers was developed the Fedora operating system under the Fedora Project. It is sponsored by Red Hat. It is designed as a secure operating system for the general-purpose. Fedora operating system offers a suite of virus protection, system tools, office productivity services, media playback, and other desktop application.
Updated : 7th January 2021

একটি স্বপ্ন
মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন এর একটি কথা খুবই ভালো লেগেছে। তিনি বললেন People are engine of development. শতভাগ সত্যি একটি কথা তিনি বলেছেন। মানুষ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। দক্ষ জনশক্তি ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। রাইটের সাথে এই বেশকিছুদিনের জার্নিতে একটি ব্যাপার খুব ভালো করে ধরতে পেরেছি। উদ্যেক্তা হতে গেলে হাল ছেড়ে দিলে চলবে না। আবার যেনোতেনো উদ্যোক্তা হলেও চলবে না। তাতে বেশিদিন সাসটেইন করা যাবে না। উদ্যোক্তা হতে হবে এমন, যে কিনা বাস্তবজীবনের সমস্যা নিয়ে কাজ করবে এবং তার সমাধান বের করবে।
Updated : 17th January 2020