logo

L O G S

Image
Reminder: Neural Network

The general methodology to build a Neural Network is to:
1. Define the neural network structure ( # of input units, # of hidden units, etc).
2. Initialize the model's parameters
3. Loop:
- Implement forward propagation
- Compute loss
- Implement backward propagation to get the gradients
- Update parameters (gradient descent)

Updated : 7th May 2021

Coding is Fun, Coding challenge

Starting of 100 days coding challenge. Will update in git repo along with here. In this challenge i will cover cp sheet and programming contest book by Mahbubul Hassan.

Updated : 6th January 2021

Lady In Black, Uriah Heep

She came to me one morning
One lonely Sunday morning
Her long hair flowing in the mid-winter wind
I know not how she found me
For in darkness I was walking
And destruction lay around me
From a fight I could not win
Ah, ah, ah
She asked me name my foe then
I said the need within some men
To fight and kill their brothers without thought of men or God
And I begged her give me horses
To trample down my enemies
So eager was my passion to devour this waste of life
Ah, ah, ah
But she would not think of battle that
Reduces men to animals
So easy to begin and yet impossible to end
For she the mother of all men
Had counciled me so wisely that
I feared to walk alone again
And asked if she would stay
Ah, ah, ah
Oh, lady, lend your hand, I cried
Oh, let me rest here at…
Thus having spoke s

Updated : 5th April 2020

Cutting Google out of your life (2019) (Updated: Feb 2020)

It's a shame that Google, with their immense resources, power, and influence, don't see the benefits of helping people secure themselves online. Instead, they force people like us to scour the web for alternatives and convince our friends and family to do the same, while they sell off our data to the highest bidder. Hopefully this guide can serve as a starting point for those new to privacy, or be a good refresher for the experts. Good luck and stay safe! Go
By tycrek

Updated : 19th February 2020

প্রযুক্তি যখন হুমকি

অল্প কিছুদিন পূর্বেই আমি আমার একটি শঙ্কার কথা লিখেছিলাম, যে দেশের সকল নাগরিকের উপর যদি নজরদারি শুরু করা হয়, তাহলে কি হবে? আজ এক সেমিনারে বিটিআরসির চেয়ারম্যানের এক প্রশ্নের জবাবে অনেকটা মুখ ফসকেই ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী সেই মাস সার্ভেইলেন্সের কথা স্বীকার করলেন। ব্যাপারটি যদিও জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, কিন্তু তা ব্যক্তিস্বাধীনতা এবং গোপনীয়তার উপর হস্তক্ষেপ। সেমিনারের বেশ কিছু বক্তার বক্তব্য থেকে আরো একটি বিষয় খুবই পরিষ্কার হয়েছে তা হলো, তারা বিগ ডেটা নিয়ে কাজ করছে। এর মানে হলো সরকার বেশকিছু ডেটা এনালিস্ট এপয়েন্ট করেছে। এছাড়াও, গাজীপুরের হাইটেক পার্কে সরকার ফোর টায়ার ডেটা সেন্টার তৈরি করেছে। খটকার ব্যাপার হলো কি ডেটা নিয়ে সরকার এত উদ্বিগ্ন যে তাদের ফোর টায়ার ডেটা সেন্টার নির্মাণ করতে হচ্ছে!
হেনরি কিসিঞ্জার বলেছিল "বাংলাদেশ তলাবিহীন ঝুডির দেশ"। তলাবিহীন ঝুড়িতে নাহয় কোনকিছুই ফিল্টার হতো না। কিন্তু তলাযুক্ত ঝুড়িতে কারা ফিল্টার হবে? অসীম অন্তরীক্ষে ডানা মেলা সকল মানুষের স্বপ্ন পূরণ হোক, নিরাপদ থাকুক তাদের সকল তথ্য এবং গোপনীয়তা থাকুক তাদের নিয়ন্ত্রণে!

Updated : 17th January 2020

ট্র্যাভেল পেইজ আপডেট সংক্রান্ত

২০২০ রেজ্যুলেশনে আমি নিজেকে বেশকিছু চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম। তারমধ্যে একটি ছিলো নিজের সোশ্যাল মিডিয়ার সব এক্টিভিটিকে ফেসবুক,টুইটার কিংবা ইন্সট্রার পরিবর্তে নিজের কোন প্ল্যাটফর্মে নিয়ে আসবো। তাতে করে আমার কনটেন্টের উপর আমার নিজস্ব একটি নিয়ন্ত্রণ থাকবে। হোকনা সে প্ল্যাটফর্ম স্ট্যাটিক। আমার তাতে সমস্যা নেই। একটু বেশি সময় যাবে বৈকি। কিন্তু একটি সুন্দর অনুশীলন অবশ্যই হবে। তারই ধারাবাহিকতায় গিটে এই পেজটি আমি পাবলিশ করি। এখানে আমার জীবনের সাথে জড়িত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমি চর্চা করি। এরই একটি হলো যখনই ভ্রমণ করি কিংবা ভ্রমণ করবো তার খুঁটিনাটি আপডেট এই পেইজে আপডেট করবো। কিন্তু, একটি দারুণ সমস্যায় আমি পড়েছি। ট্রাভেল পেইজটির ডিজাইন কেমন হবে তা নিয়ে তেমন কোন আইডিয়া আমার মাথায় আসছে না। নীল কিংবা সবুজের উপর কোন থিম তৈরি করবো নাকি অন্যকিছু। আপাতত মাথায় এটিই ঘুরছে।

Updated : 17th January 2020

মাস সার্ভেইলেন্স এবং আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স

যতই আমরা ৪র্থ ইন্ড্রাস্টিয়াল রেভ্যুলেশনের দিকে এগিয়ে যাচ্ছি ততই আমাদের নিরাপত্তা এবং গোপনীয়তার প্রতি হুমকি এগিয়ে আসছে। আজকাল আমরা যেকোন স্মার্ট ডিভাইসে কিংবা যেখানে সেখানে সিসি টিভি ক্যামেরা দেখতে পাই। কি হবে যদি সবগুলো ক্যামেরা আমাদের দৈনন্দিন জীবনের উপর নজর রাখতে শুরু করে?

Updated : 6th January 2020